বিষয়রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
সহে না, সহে না, কাঁদে পরাণ।
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ: বাল্মীকি প্রতিভা : বনদেবীদের গান
সহে না, সহে না, কাঁদে পরাণ।
সাধের অরণ্য হল শ্মশান।
দস্যুদলে আসি শান্তি করে নাশ,
ত্রাসে সকল দিশ কম্পমান।
আকুল কানন, কাঁদে সমীরণ,
চকিত মৃগ, পাখি গাহে না গান।
শ্যামল তৃণদল, শোণিতে ভাসিল,
কাতর রোদনরবে ফাটে পাষাণ।
দেবী দুর্গে, চাহো, ত্রাহি এ বনে,
রাখো অধীনী জনে, করো শান্তি দান।
- পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
- পাঠভেদ:
- তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১২৯২ বঙ্গাব্দের ফাল্গুন মাসে
বাল্মীকি প্রতিভার দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। এই গ্রন্থে গানটি প্রথম দৃশ্যে
স্থান পেয়েছিল। প্রকাশকালে রবীন্দ্রনাথের বয়স ছিল ২৪ বৎসর ১০ মাস।
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
বাল্মীকি প্রতিভা। প্রথম দৃশ্য। অরণ্য, বনদেবীগণ। সিন্ধু
কাফি। পৃষ্ঠা ২৮]
[নমুনা]
-
গান
-
প্রথম সংস্করণ [সিটী বুক সোসাইটী ১৩১৫]
বাল্মীকি প্রতিভা । প্রথম দৃশ্য। অরণ্য, বনদেবীগণ।
সিন্ধু কাফি। পৃষ্ঠা: ১৫০
[নমুনা]
-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা
[আদি-ব্রহ্মসমাজ যন্ত্র, ১৩০০ বঙ্গাব্দ] বাল্মীকি প্রতিভা। প্রথম দৃশ্য। অরণ্য, বনদেবীগণ।
সিন্ধু কাফি। পৃষ্ঠা ২২৮]
[নমুনা]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ।
[বিশ্বভারতী, মাঘ ১৩৩৮
বঙ্গাব্দ। বাল্মীকি প্রতিভা
(১২৯২ বঙ্গাব্দ, পরিমার্জিত সংস্করণ) থেকে গৃহীত হয়েছিল]।
বাল্মীকি প্রতিভা। প্রথম দৃশ্য।
বনদেবীগণের গান।
সিন্ধু কাফি। পৃষ্ঠা: ১৪। [
নমুনা]
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। বাল্মীকি প্রতিভা।
প্রথম দৃশ্য। বনদেবীগণের গান
-
বাল্মীকি প্রতিভা
-
দ্বিতীয় সংস্করণ।
আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২। প্রথম দৃশ্য। অরণ্য। বনদেবীগণের
গান সিন্ধু কাফি। পৃষ্ঠা: ১।
[নমুনা]
-
রবীন্দ্রগ্রন্থাবলী
(হিতবাদী ১৩১১)। বাল্মীকি প্রতিভা।
প্রথম দৃশ্য। বনদেবীগণের গান। সিন্ধু-কাফি। গান সংখ্যা ২১৯ ।
পৃষ্ঠা: ১০১৫
[নমুনা]
-
ঊনপঞ্চাশত্তম খণ্ড
(৪৯), বাল্মীকিপ্রতিভা (বিশ্বভারতী চৈত্র ১৪১৩)। পৃষ্ঠা: ৩০
[নমুনা]
-
প্রকাশের কালানুক্রম: বাল্মীকি প্রতিভার প্রথম সংস্করণে (১২৮৭ বঙ্গাব্দ) গানটি ছিল না। এই গ্রন্থের
দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ১২৯২ বঙ্গাব্দের ফাল্গুন মাসে।
-
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপিটির 'রাশি রাশি'
অংশটুকুর স্বরলিপি সুরান্তর হিসেবে স্বরবিতান
ঊনপঞ্চাশত্তম খণ্ড
(৪৯) খণ্ডে দেওয়া হয়েছে। মূল স্বরলিপিটি, ইন্দিরাদেবী-কৃত
সম্পাদিত।
-
সুর
ও
তাল:
-
স্বরবিতান ৪৯
খণ্ডে
(বিশ্বভারতী,
চৈত্র ১৪১৩)
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি
মাত্রা ছন্দে '
'
তালে নিবদ্ধ।
-
রাগ :
সিন্ধু, কাফি। তাল : কাহারবা।
[রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬],
(পৃষ্ঠা: ৮১।
-
রাগ: পিলু বারোয়াঁ।
তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত,
প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই
২০০১],
পৃষ্ঠা: ১৪১।
-
বিষয়াঙ্গ:
-
সুরাঙ্গ:
-
গ্রহস্বর:
-
লয়: