বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: সর্দারমশায় দেরি না সয়
পাঠ ও পাঠভেদ:
দস্যুগণ।     সর্দারমশায় দেরি না সয়,
                তোমার আশায় সবাই বসে।
                শিকারেতে হবে যেতে,
                মিহি কোমর বাঁধো কষে।
                বনবাদাড় সব ঘেঁটেঘুঁটে
                আমরা মরি খেটেখুটে,
                তুমি কেবল লুটেপুটে
                পেট পোরাবে ঠেসেঠুসে!
প্রথম দস্যু। কাজ কি খেয়ে, তোফা আছি—
                আমায় কেউ না খেলেই বাঁচি।
                শিকার করতে যায় কে মরতে—
                ঢুঁসিয়ে দেবে বরা-মোষে।
                ঢুঁ খেয়ে তো পেট ভরে না—
                সাধের পেটটি যাবে ফেঁসে॥