বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
দোষী করো আমায়, দোষী করো।
পাঠ ও পাঠভেদ:
প্রকৃতি।
দোষী করো আমায়, দোষী করো।
ধুলায়-পড়া ম্লান কুসুম পায়ের তলায় ধরো।
অপরাধে ভরা ডালি
নিজ হাতে করো খালি, আহা,
তার পরে সেই শূন্য ডালায় তোমার করুণা ভরো―
আমায় দোষী করো।
তুমি উচ্চ, আমি তুচ্ছ ধরব তোমায় ফাঁদে
আমার অপরাধে।
আমার দোষকে তোমার পুণ্য
করবে তো কলঙ্কশূন্য
গো―
ক্ষমায় গেঁথে সকল ত্রুটি গলায় তোমার পরো॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
গীতবিতান
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। নৃত্যনাট্য চণ্ডালিকা। দ্বিতীয় দৃশ্য। প্রকৃতির গান।
চণ্ডালিকা
- গদ্যনাট্য প্রথম সংস্করণ [বিশ্বভারতী গ্রন্থালয়। ভাদ্র ১৩৪০ বঙ্গাব্দ। প্রথম দৃশ্য। প্রকৃতির গান। পৃষ্ঠা ২১] [নমুনা]
নৃত্যনাট্য চণ্ডালিকা (ফাল্গুন ১৩৪৪ বঙ্গাব্দ)। দ্বিতীয় দৃশ্য। প্রকৃতির গান।
চণ্ডালিকা (বিশ্বভারতী ১৩৯৫)। বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী (ত্রয়োবিংশ খণ্ড, পৃষ্ঠা: ১৪৩)
নৃত্যনাট্য চণ্ডালিকা (বিশ্বভারতী ১৩৯৫)। বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী (পঞ্চবিংশ খণ্ড, পৃষ্ঠা: ১৭৫)
স্বরবিতান অষ্টাদশ, নৃত্যনাট্য চণ্ডালিকা (বিশ্বভারতী পৌষ ১৪১২)। বাণী অংশ : পৃষ্ঠা ২০-২১। স্বরলিপি অংশ: পৃষ্ঠা ৮৭-৮৮।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর। [স্বরবিতান ১৮, নৃত্যনাট্য চণ্ডালিকা (বিশ্বভারতী পৌষ ১৪১২)]
রাগ ও তাল:
স্বরবিতান অষ্টাদশ খণ্ডের (পৌষ ১৪১২ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
- রাগ: ভৈরবী। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬০
গ্রহস্বর-সা। লয়-মধ্য।