বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
যায় যদি যাক সাগরতীর
পাঠ ও পাঠভেদ:
যায় যদি যাক সাগরতীরে―
আবার আসুক, আবার আসুক, আসুক ফিরে। হায়!
রেখে দেব আসন পেতে হৃদয়েতে।
পথের ধুলো ভিজিয়ে দেব
অশ্রুনীরে। হায়!
যায় যদি যাক শৈলশিরে―
আসুক ফিরে, আসুক ফিরে।
লুকিয়ে রব গিরিগুহায়, ডাকব উহায়―
আমার স্বপন ওর জাগরণ
রইবে ঘিরে। হায়॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
গীতবিতান
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। নৃত্যনাট্য চণ্ডালিকা। দ্বিতীয় দৃশ্য। মায়ের শিষ্যদলের গান।
চণ্ডালিকা
- গদ্যনাট্য প্রথম সংস্করণ [বিশ্বভারতী গ্রন্থালয়। ভাদ্র ১৩৪০ বঙ্গাব্দ। প্রথম দৃশ্য। প্রকৃতির গান। পৃষ্ঠা ২৬][নমুনা]
নৃত্যনাট্য চণ্ডালিকা (ফাল্গুন ১৩৪৪ বঙ্গাব্দ)। দ্বিতীয় দৃশ্য। মায়ের শিষ্যদলের গান।
চণ্ডালিকা (বিশ্বভারতী ১৩৯৫)। বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী (ত্রয়োবিংশ খণ্ড, পৃষ্ঠা: ১৪৫)
নৃত্যনাট্য চণ্ডালিকা (বিশ্বভারতী ১৩৯৫)। বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী (পঞ্চবিংশ খণ্ড, পৃষ্ঠা: ১৭৭)
স্বরবিতান অষ্টাদশ, নৃত্যনাট্য চণ্ডালিকা (বিশ্বভারতী পৌষ ১৪১২)। বাণী অংশ : পৃষ্ঠা ২২-২৩। স্বরলিপি অংশ: পৃষ্ঠা ৯৩-৯৫।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর। [স্বরবিতান ১৮, নৃত্যনাট্য চণ্ডালিকা (বিশ্বভারতী পৌষ ১৪১২)]
রাগ ও তাল:
স্বরবিতান অষ্টাদশ খণ্ডের (পৌষ ১৪১২ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪।৪ মাত্রা ছন্দে কাহারবা তালে নিবদ্ধ।
[স্বরলিপি]গ্রহস্বর-সা। লয়-মধ্য।