বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
যে আমারে দিয়েছে ডাক, দিয়েছে ডাক
পাঠ ও পাঠভেদ:
প্রকৃতি। যে আমারে দিয়েছে ডাক, দিয়েছে
ডাক,
বচনহারা আমাকে দিয়েছে বাক্।
যে আমারি জেনেছে নাম
ওগো তারি নামখানি মোর হৃদয়ে থাক্।
আমি তারি বিচ্ছেদদহনে
তপ করি চিত্তের গহনে।
দুঃখের পাবকে হয়ে যায় শুদ্ধ
অন্তরে মলিন যাহা আছে রুদ্ধ―
অপমাননাগিনীর খুলে যায় পাক॥
পাণ্ডুলিপির পাঠ: RBVBMS 017
পাঠভেদ:
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
গীতবিতান
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। নৃত্যনাট্য চণ্ডালিকা। দ্বিতীয় দৃশ্য। প্রকৃতির গান।
চণ্ডালিকা
[নমুনা]
- গদ্যনাট্য প্রথম সংস্করণ [বিশ্বভারতী গ্রন্থালয়। ভাদ্র ১৩৪০ বঙ্গাব্দ। প্রথম দৃশ্য। প্রকৃতির গান। পৃষ্ঠা ২]
নৃত্যনাট্য চণ্ডালিকা (ফাল্গুন ১৩৪৪ বঙ্গাব্দ)। দ্বিতীয় দৃশ্য। প্রকৃতির গান।চণ্ডালিকা (বিশ্বভারতী ১৩৯৫)। বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী (ত্রয়োবিংশ খণ্ড, পৃষ্ঠা: ১৩৫)
নৃত্যনাট্য চণ্ডালিকা (বিশ্বভারতী ১৩৯৫)। বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী (পঞ্চবিংশ খণ্ড, পৃষ্ঠা: ১৬৯)
স্বরবিতান অষ্টাদশ, নৃত্যনাট্য চণ্ডালিকা (বিশ্বভারতী পৌষ ১৪১২)। বাণী অংশ : পৃষ্ঠা ১৪। স্বরলিপি অংশ: পৃষ্ঠা ৬৩-৬৪।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
শৈলজারঞ্জন মজুমদার। [স্বরবিতান ১৮, নৃত্যনাট্য চণ্ডালিকা (বিশ্বভারতী পৌষ ১৪১২)]
রাগ ও তাল:
স্বরবিতান অষ্টাদশ খণ্ডের (পৌষ ১৪১২ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪।৪ মাত্রা ছন্দে কাহারবা তালে নিবদ্ধ।
[স্বরলিপি]গ্রহস্বর-মা। লয়-মধ্য।