বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
ওগো, তোমরা যত পাড়ার মেয়ে
পাঠ ও পাঠভেদ:
চুড়িওয়ালা।
ওগো, তোমরা যত পাড়ার মেয়ে
এসো এসো দেখো চেয়ে―
এনেছি কাঁকনজোড়া সোনালি তারে মোড়া।
আমার কথা শোনো, হাতে লহো প'রে―
যারে রাখিতে চাহ ধ'রে কাঁকন তোমার বেড়ি হয়ে
বাঁধিবে মন তাহার আমি দিলাম কয়ে॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
গীতবিতান
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। নৃত্যনাট্য চণ্ডালিকা। প্রথম দৃশ্য। চুড়িওয়ালার গান।
- চণ্ডালিকা
- নৃত্যনাট্য প্রথম সংস্করণ [বিশ্বভারতী গ্রন্থালয়। ফাল্গুন ১৩৪৪ বঙ্গাব্দ। প্রথম দৃশ্য। চুড়িওয়ালার গান। পৃষ্ঠা: ৩-৪] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
নৃত্যনাট্য চণ্ডালিকা প্রথম দৃশ্য (ফাল্গুন ১৩৪৪ বঙ্গাব্দ)। চুড়িওয়ালার গান।
নৃত্যনাট্য চণ্ডালিকা (বিশ্বভারতী ১৩৯৫)। বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী (পঞ্চবিংশ খণ্ড, পৃষ্ঠা: ১৬৩)
স্বরবিতান অষ্টাদশ, নৃত্যনাট্য চণ্ডালিকা (বিশ্বভারতী পৌষ ১৪১২)। বাণী অংশ : পৃষ্ঠা ৭-৮। স্বরলিপি অংশ: পৃষ্ঠা ৪৪-৪৬।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার। [স্বরবিতান ১৮, নৃত্যনাট্য চণ্ডালিকা (বিশ্বভারতী পৌষ ১৪১২)]
রাগ ও তাল:
স্বরবিতান অষ্টাদশ খণ্ডের (পৌষ ১৪১২ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
[স্বরলিপি]গ্রহস্বর-সা। লয়-মধ্য।