বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
বেলা যে চলে যায়, ডুবিল রবি।
পাঠ ও পাঠভেদ:
বেলা যে চলে যায়, ডুবিল রবি।
ছায়ায় ঢেকেছে ঘন অটবী।
কোথা সে লীলা গেল কোথায়।
লীলা, লীলা, খেলাবি আয়॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
কালমৃগয়া (অগ্রহায়ণ ১২৮৯ বঙ্গাব্দ)। বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী (অচলিত সংগ্রহ : প্রথম খণ্ড, পৃষ্ঠা: ৩১৯)
কালমৃগয়া প্রথম সংস্করণ। (অগ্রহায়ণ ১২৮৯ বঙ্গাব্দ)। প্রথম দৃশ্য। তপোবন। ঋষিকুমারের গান।
স্বরবিতান ২৯,
কালমৃগয়া (বিশ্বভারতী
পৌষ ১৪১২)। বাণী অংশ: পৃষ্ঠা ৭। স্বরলিপি অংশ: পৃষ্ঠা ২৯। মিশ্র
ভূপালী-ঝাঁপতাল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: কালমৃগয়ায় এটি ঋষিকুমারের গান হিসেবে ব্যবহৃত হয়।
স্বরলিপিকার:
ইন্দিরাদেবী চৌধুরানী। [স্বরবিতান ২৯, কালমৃগয়া (বিশ্বভারতী পৌষ ১৪১২)]
সুর ও তাল:
মিশ্র ভূপালী-ঝাঁপতাল। [স্বরবিতান ২৯, কালমৃগয়া (বিশ্বভারতী পৌষ ১৪১২)]
গ্রহস্বর: গা।