বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: চল্‌ চল্‌ ভাই
পাঠ ও পাঠভেদ:
প্রথম শিকারী।            চল্ চল্‌ভাই,
                        ত্বরা ক'রে মোরা আগে যাই।
দ্বিতীয়।               প্রাণপণ খোঁজ্‌ এ বন, সে বন!
তৃতীয়।               চল্‌ মোরা ক'জন ও দিকে যাই।
প্রথম।                না না ভাই, কাজ নাই-
                        হোথা কিছু নাই- কিছু নাই-
                        ওই ঝোপে যদি কিছু পাই।
তৃতীয়।               বরা! বরা!
প্রথম।                আরে, দাঁড়া দাঁড়া,
                        অত ব্যস্ত হলে ফস্কাবে শিকার।
                        চুপি চুপি আয়, চুপি চুপি আয়
                             ওই অশথতলায়।
                       এবার ঠিক্‌ঠাক্‌ হয়ে সবে থাক্‌-
                       সাবধান, ধরো বাণ-
                             সাবধান, ছাড়ো বাণ।
দুই-তিন জন।      গেল গেল, ওই ওই পালায় পালায়।
                             চল্‌ চল্‌-
                       ছোট্‌ রে পিছে, আয় রে ত্বরা যাই॥