বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: চল্ চল্ ভাই
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: কালমৃগয়া। শিকারীগণের গান।
প্রথম শিকারী।
চল্ চল্ভাই,
ত্বরা ক'রে মোরা
আগে যাই।
দ্বিতীয়।
প্রাণপণ খোঁজ্
এ বন, সে বন!
তৃতীয়।
চল্ মোরা ক'জন
ও দিকে যাই।
প্রথম।
না না ভাই, কাজ
নাই-
হোথা কিছু নাই-
কিছু নাই-
ওই ঝোপে যদি কিছু
পাই।
তৃতীয়।
বরা! বরা!
প্রথম।
আরে,
দাঁড়া দাঁড়া,
অত ব্যস্ত হলে
ফস্কাবে শিকার।
চুপি
চুপি আয়, চুপি
চুপি আয়
ওই
অশথতলায়।
এবার ঠিক্ঠাক্
হয়ে সবে থাক্-
সাবধান, ধরো
বাণ-
সাবধান, ছাড়ো
বাণ।
দুই-তিন
জন। গেল গেল,
ওই ওই পালায় পালায়।
চল্ চল্-
ছোট্ রে পিছে,
আয় রে ত্বরা যাই॥
- পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
-
পাঠভেদ:
- তথ্যানুসন্ধান:
- ক. রচনাকাল ও স্থান:
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ :
-
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। বাল্মীকি প্রতিভা।
চতুর্থ দৃশ্য। দস্যুদের গান।
বেহাগ । পৃষ্ঠা: ৩৩]
[নমুনা]
- গান
-
প্রথম সংস্করণ
[সিটী বুক সোসাইটী ১৩১৫] বাল্মীকি প্রতিভা। চতুর্থ দৃশ্য। বাল্মীকির গান।
বাহার। পৃষ্ঠা: ১৬৭[নমুনা]
- গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ। [বিশ্বভারতী, মাঘ ১৩৩৮ বঙ্গাব্দ।
বাল্মীকি প্রতিভা (১২৯২ বঙ্গাব্দ, পরিমার্জিত সংস্করণ) থেকে গৃহীত হয়েছিল] বাল্মীকি
প্রতিভা। চতুর্থ দৃশ্য। বাল্মীকির গান। বাহার। পৃষ্ঠা:
১৬-১৭
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। কালমৃগয়া। পঞ্চম দৃশ্য। শিকারীগণের গান।
- কালমৃগয়া
(অগ্রহায়ণ ১২৮৯ বঙ্গাব্দ)। বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত
রবীন্দ্ররচনাবলী (অচলিত সংগ্রহ : প্রথম খণ্ড, পৃষ্ঠা: ৩২৮-৩২৯)
কালমৃগয়া প্রথম সংস্করণ। (অগ্রহায়ণ ১২৮৯ বঙ্গাব্দ)। পঞ্চম দৃশ্য। শিকারীগণের গান।
-
স্বরবিতান ২৯, কালমৃগয়া (বিশ্বভারতী পৌষ ১৪১২)। বাণী অংশ: পৃষ্ঠা ১৬। স্বরলিপি অংশ: পৃষ্ঠা ৫২-৫৩। অহং-কাহারবা।
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: কালমৃগয়ায় এটি শিকারীগণের গান হিসেবে ব্যবহৃত হয়।
স্বরলিপিকার:
-
ইন্দিরাদেবী চৌধুরানী [স্বরবিতান ২৯, কালমৃগয়া (বিশ্বভারতী পৌষ ১৪১২)]
-
সুর ও তাল:
-
অহং-কাহারবা। [স্বরবিতান ২৯, কালমৃগয়া (বিশ্বভারতী পৌষ ১৪১২)]
-
রাগ: ভূপালী। তাল: কাহারবা।
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।]
পৃষ্ঠা: ৫০।
- রাগ: অ হং। তাল:
কাহারবা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার
চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা:
৮৯।
- গ্রহস্বর: গা।