বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম: গহনে গহনে যা রে
তোরা
পাঠ ও পাঠভেদ:
দশরথ। গহনে গহনে যা রে তোরা—
নিশি বহে যায় যে।
তন্ন তন্ন করি অরণ্য
করী বরাহ খোঁজ্ গে!
এই বেলা যা রে।
নিশাচর পশু সবে
এখনি বাহির হবে—
ধনুর্ব্বাণ নে রে হাতে, চল্ ত্বরা চল্।
জ্বালায়ে মশাল-আলো
এই বেলা আয় রে॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
কালমৃগয়া (অগ্রহায়ণ ১২৮৯ বঙ্গাব্দ)। বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী (অচলিত সংগ্রহ : প্রথম খণ্ড)
কালমৃগয়া প্রথম সংস্করণ। (অগ্রহায়ণ ১২৮৯ বঙ্গাব্দ)। পঞ্চম দৃশ্য। দশরথের গান।
স্বরবিতান ২৯,
কালমৃগয়া (বিশ্বভারতী পৌষ
১৪১২)। বাণী অংশ: পৃষ্ঠা ১৫-১৬। স্বরলিপি অংশ: পৃষ্ঠা ৫০-৫১।
বাহার-দাদরা।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: কালমৃগয়ায় এটি দশরথের গান হিসেবে ব্যবহৃত হয়।
স্বরলিপিকার:
ইন্দিরাদেবী চৌধুরানী। [স্বরবিতান ২৯, কালমৃগয়া (বিশ্বভারতী পৌষ ১৪১২)]
সুর ও তাল:
বাহার-দাদরা। [স্বরবিতান ২৯, কালমৃগয়া (বিশ্বভারতী পৌষ ১৪১২)]
রাগ: বাহার। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।] পৃষ্ঠা: ৪৯।
রাগ: বাহার। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ৮৭।
গ্রহস্বর: ধা।