বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
আমি কারেও বুঝি নে, শুধু বুঝেছি তোমারে।
পাঠ ও পাঠভেদ: গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর মায়ার খেলা 
অমর । আমি কারেও বুঝি নে, শুধু বুঝেছি তোমারে।
          তোমাতে পেয়েছি আলো সংশয়-আঁধারে।
          ফিরিয়াছি এ ভুবন, পাই নি তো কারো মন,
          গিয়েছি তোমারি শুধু মনের মাঝারে।
          এ সংসারে কে ফিরাবে ― কে লইবে ডাকি,
          আজিও বুঝিতে নারি, ভয়ে ভয়ে থাকি।
          কেবল তোমারে জানি, বুঝেছি তোমার বাণী,
          তোমাতে পেয়েছি কূল অকূল পাথারে॥

গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:

গ্রহস্বর- গা

লয়- মধ্য।