বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
 
শিরোনাম:
আমি মিছে ঘুরি এ জগতে কিসের পাকে

পাঠ ও পাঠভেদ:

অমর।     আমি মিছে ঘুরি এ জগতে কিসের পাকে,
             মনের বাসনা যত মনেই থাকে।
             বুঝিয়াছি এ নিখিলে চাহিলে কিছু না মিলে,
             এরা চাহিলে আপন মন গোপনে রাখে
             এত লোক আছে, কেহ কাছে না ডাকে

গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:

  • স্বরলিপিকার: ইন্দিরাদেবী চৌধুরানী [স্বরবিতান ৪৮, মায়ার খেলা (বিশ্বভারতী আষাঢ় ১৪১৩)]

  • রাগ ও তাল:

    • স্বরবিতান অষ্টচত্বারিংশ খণ্ডের (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪।৪ মাত্রা ছন্দে কাহারবা তালে নিবদ্ধ

    • অঙ্গ: কীর্তন। তাল: কাহারবা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬ পৃষ্ঠা: ৩৩]

    • রাগ: বেলাবলী তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১ পৃষ্ঠা: ৬২]

গ্রহস্বর- সা। লয়-মধ্য।