বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
 
শিরোনাম:
আমি মিছে ঘুরি এ জগতে কিসের পাকে

পাঠ ও পাঠভেদ:

অমর।     আমি মিছে ঘুরি এ জগতে কিসের পাকে,
             মনের বাসনা যত মনেই থাকে।
             বুঝিয়াছি এ নিখিলে চাহিলে কিছু না মিলে,
             এরা চাহিলে আপন মন গোপনে রাখে
             এত লোক আছে, কেহ কাছে না ডাকে

গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:

গ্রহস্বর- সা। লয়-মধ্য।