বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমি তো বুঝেছি সব
পাঠ ও পাঠভেদ:
আমি তো বুঝেছি সব, যে বোঝে না বোঝে,
গোপনে হৃদয় দুটি কে কাহারে খোঁজে।
আপনি বিরহ গড়ি, আপনি রয়েছ পড়ি,
বাসনা কাঁদিছে বসি হৃদয়-সরোজে।
আমি কেন মাঝে থেকে, দু-জনারে রাখি ঢেকে,
এমন ভ্রমের তলে কেন থাকি মজে।
পাণ্ডুলিপি: পাণ্ডুলিপি নাই।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: অগ্রহায়ণ ১২৯৫ বঙ্গাব্দ (১৮৮৮ খ্রিষ্টাব্দ)
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি
গ্রন্থ:
রাগ: খাম্বাজ। অঙ্গ: কীর্তন। তাল: ঝাঁপতাল। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৩২]