বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
 
শিরোনাম:
আর কেন, আর কেন
পাঠ ও পাঠভেদ:

প্রমদা।    আর কেন, আর কেন
             দলিত কুসুমে বহে বসন্তসমীরণ।
             ফুরায়ে গিয়েছে বেলা— এখন এ মিছে খেলা—
             নিশান্তে মলিন দীপ কেন জ্বলে অকারণ।
সখীগণ।   অশ্রু যবে ফুরায়েছে তখন মুছাতে এলে
             অশ্রুভরা হাসিভরা নবীন নয়ন ফেলে!
প্রমদা।    এই লও, এই ধরো— এ মালা তোমরা পরো—
             এ খেলা তোমরা খেলো, সুখে থাকো অনুক্ষণ॥

গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:

গ্রহস্বর- সঋা।

লয়- মধ্য।