বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: চাঁদ, হাসো, হাসো— পাঠ ও পাঠভেদ: গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর মায়ার খেলা 
শান্তা ও স্ত্রীগণ।    চাঁদ, হাসো, হাসো—
                              হারা হৃদয় দুটি ফিরে এসেছে।
পুরুষ।              কত দুখে কত দূরে আঁধার সাগর ঘুরে
                              সোনার তরণী দুটি তীরে এসেছে।
                      মিলন দেখিবে বলে, ফিরে বায়ু কুতূহলে,
                              চারি ধারে ফুলগুলি ঘিরে এসেছে সকলে।                       
চাঁদ, হাসো, হাসো—
                                    হারা হৃদয় দুটি ফিরে এসেছে॥

গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:

গ্রহস্বর- গা।

লয়- মধ্য।