বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: দেখো চেয়ে দেখো ওই কে আসিছে।
পাঠ ও পাঠভেদ:
গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর মায়ার খেলা
মায়াকুমারীগণ।      দেখো চেয়ে দেখো ওই কে আসিছে।
                         চাঁদের আলোতে কার হাসি হাসিছে।
                         হৃদয়দুয়ার খুলিয়ে দাও,
                         প্রাণের মাঝারে তুলিয়ে লও,
                         ফুলগন্ধ-সাথে তার সুবাস ভাসিছে॥

গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:

গ্রহস্বর- পা। লয়-মধ্য।