বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: দেখো, সখা, ভুল করে ভালোবেসো না।
পাঠ ও পাঠভেদ:
দেখো, সখা, ভুল করে   ভালোবেসো না।
আমি ভালোবাসি ব'লে    কাছে এসো না।
তুমি যাহে সুখী হও    তাই করো সখা,
আমি সুখী হব ব'লে    যেন হেসো না।
আপন বিরহ লয়ে    আছি আমি ভালো―
কী হবে চির আঁধারে নিমেষের আলো!
আশা ছেড়ে ভেসে যাই,   যা হবার হবে তাই ―
আমার অদৃষ্টস্রোতে    তুমি ভেসো না॥

গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:

গ্রহস্বর- রা। লয়- মধ্য।