বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: দুখের মিলন টুটিবার নয়।
পাঠ ও পাঠভেদ: গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর মায়ার খেলা 
মায়াকুমারীগণ।     দুখের মিলন টুটিবার নয়
                        নাহি আর ভয়, নাহি সংশয়।
                        নয়নসলিলে যে হাসি ফুটে গো,
                        রয় তাহা রয় চিরদিন রয়॥

গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:

গ্রহস্বর- জ্ঞা।

লয়- মধ্য।