বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
দুখের মিলন টুটিবার নয়।
পাঠ ও পাঠভেদ:
মায়াকুমারীগণ। দুখের
মিলন টুটিবার নয়―
নাহি আর ভয়, নাহি সংশয়।
নয়নসলিলে যে হাসি ফুটে গো,
রয় তাহা রয় চিরদিন রয়॥
পাণ্ডুলিপির পাঠ
পাঠভেদ
ক. রচনাকাল ও স্থান
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। মায়ার খেলা। সপ্তম দৃশ্য। মায়াকুমারীগণ গান। পৃষ্ঠা: ১৫১][নমুনা]
গীতবিতান
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। মায়ার খেলা। সপ্তম দৃশ্য। কানন। মায়াকুমারীগণ গান।
মায়ার খেলা (অগ্রহায়ণ ১২৯৫ বঙ্গাব্দ)। সপ্তম দৃশ্য। কানন। মায়াকুমারীগণ গান।
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১৩০০)।
রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী, ১৩১১)।
বিবিধ সঙ্গীত, গান (ইণ্ডিয়ান প্রেস, ১৩১৬)।
মায়ার খেলা (বিশ্বভারতী ১৩৯৬)। বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী (প্রথম খণ্ড, পৃষ্ঠা: ২৫৬)
স্বরবিতান অষ্টচত্বারিংশ, মায়ার খেলা (বিশ্বভারতী আষাঢ় ১৪১৩)। বাণী অংশ : পৃষ্ঠা ৩১। স্বরলিপি অংশ: পৃষ্ঠা ১৪৩।
পত্রিকা
সঙ্গীত-প্রকাশিকা (আষাঢ় ১৩১১)। স্বরলিপকার অনুল্লিখিত।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
ইন্দিরাদেবী চৌধুরানী। [স্বরবিতান ৪৮, মায়ার খেলা (বিশ্বভারতী আষাঢ় ১৪১৩)]।
স্বরলিপকার অনুল্লিখিত। [সঙ্গীত-প্রকাশিকা (আষাঢ় ১৩১১)]
রাগ ও তাল:
স্বরবিতান অষ্টচত্বারিংশ খণ্ডের (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ২।৩।২।৩ মাত্রা ছন্দে ঝাঁপতাল তালে নিবদ্ধ।
[স্বরলিপি]গ্রহস্বর- জ্ঞা।
লয়- মধ্য।