বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: দুখের মিলন টুটিবার নয়।
পাঠ ও পাঠভেদ: গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর মায়ার খেলা
মায়াকুমারীগণ। দুখের
মিলন টুটিবার নয়
―
নাহি আর ভয়, নাহি সংশয়।
নয়নসলিলে যে হাসি ফুটে গো,
রয় তাহা রয় চিরদিন রয়॥
-
পাণ্ডুলিপির পাঠ
- পাঠভেদ
- ভাবসন্ধান
- তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান: রবীন্দ্রনাথ ১২৯৪ বঙ্গাব্দের শেষের দিকে 'মায়ারখেলা' গীতিনাট্য' রচনা শুরু করে শেষ করেছিলেন ১২৯৫ বঙ্গাব্দে। ১২৯৫ বঙ্গাব্দের ১৫ পৌষ তারিখে 'মায়ারখেলা' 'সখিসমিতি'র উদ্যোগে বেথুন স্কুলে অভিনীত হয়। 'মায়ার খেলা'র এই আদিরূপে এই গানটি ছিল। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৭ বৎসর ৮ মাস।
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। মায়ার খেলা। সপ্তম দৃশ্য। মায়াকুমারীগণ গান। পৃষ্ঠা: ১৫১]
[নমুনা]
-
গীতবিতান
-
গীতবিতান প্রথম খণ্ড (প্রথম সংস্করণ)
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, মায়ার খেলা প্রথম সংস্করণ (১২৯৫ বঙ্গাব্দ)]
থেকে গৃহীত হয়েছিল। সপ্তম দৃশ্য। মায়াকুমারীগণ গান। টোড়ি-ঝাঁপতাল। পৃষ্ঠা:
৭৯ [নমুনা]
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। মায়ার খেলা। সপ্তম দৃশ্য। কানন। মায়াকুমারীগণ গান।
পৃষ্ঠা: ৮৬১
-
মায়ার খেলা
(গীতিনাট্য)
-
প্রথম সংস্করণ
[অগ্রহায়ণ ১২৯৫] সপ্তম দৃশ্য। টোড়ি-ঝাঁপতাল। মায়াকুমারীগণ গান। পৃষ্ঠা: ৬১-৬২।
[নমুনা: প্রথমাংশ,
শেষাংশ]
- রবীন্দ্ররচনাবলী
প্রথম খণ্ড (বিশ্বভারতী), জ্যৈষ্ঠ ১৩৯৬] মায়ার খেলা। সপ্তম দৃশ্য।
মায়াকুমারীগণের গান। পৃষ্ঠা: ২৫৬।
গানের বহি
ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১৩০০)।
রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী,
১৩১১)।
বিবিধ সঙ্গীত,
গান (ইণ্ডিয়ান প্রেস, ১৩১৬)।
মায়ার খেলা
(বিশ্বভারতী
১৩৯৬)।
বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী (প্রথম খণ্ড, পৃষ্ঠা:
২৫৬)
স্বরবিতান অষ্টচত্বারিংশ,
মায়ার খেলা
(বিশ্বভারতী
আষাঢ় ১৪১৩)।
বাণী অংশ :
পৃষ্ঠা
৩১।
স্বরলিপি অংশ:
পৃষ্ঠা
১৪৩।
গ.
সঙ্গীত
বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
-
ইন্দিরাদেবী
চৌধুরানী।
[স্বরবিতান
৪৮,
মায়ার খেলা
(বিশ্বভারতী
আষাঢ় ১৪১৩)]।
-
স্বরলিপকার অনুল্লিখিত। [সঙ্গীত-প্রকাশিকা
(আষাঢ় ১৩১১)]
-
রাগ ও তাল:
গ্রহস্বর-
জ্ঞা।
লয়-
মধ্য।