বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
 
শিরোনাম:
দূরে দাঁড়ায়ে আছে
পাঠ ও পাঠভেদ:

প্রমদা।      দূরে দাঁড়ায়ে আছে,

               কেন আসে  না কাছে।
               ওলো যা, তোরা যা সখী, যা শুধা গে
               ওই আকুল অধর আঁখি কী ধন যাচে।
সখীগণ।     ছী, ওলো ছী, হল কী, ওলো সখী।
প্রথমা।       লাজবাঁধ কে ভাঙিল, এত দিনে শরম টুটিল।
ৃতীয়া।      কেমনে যাব। কী শুধাব।
প্রথমা।       লাজে মরি, কী মনে করে পাছে।

প্রমদা ।   
  ওলো যা, তোরা যা সখী, যা শুধা গে,
                ওই আকুল অধর আঁখি কী ধন যাচে॥

গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:

গ্রহস্বর- সা। লয়- মধ্য।