বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
 
শিরোনাম:
এ কি স্বপ্ন! এ কি মায়া!
পাঠ ও পাঠভেদ:

অমর।         এ কি স্বপ্ন! এ কি মায়া!
                 এ কি প্রমদা! এ কি প্রমদার ছায়া!

শান্তা।          আহা, কে গো তুমি মলিনবয়নে
                 অধোনিমীলিত নলিননয়নে
                 যেন আপনারি হৃদয়শয়নে
                 আপনি রয়েছ লীন।
পুরুষগণ।     তোমা তরে সবে রয়েছে চাহিয়া,
                 তোমা লাগি পিক উঠিছে গাহিয়া,
                 ভিখারি সমীর কানন বাহিয়া
                 ফিরিতেছে সারা দিন।
অমর।         এ কি স্বপ্ন! এ কি মায়া!
                 এ কি প্রমদা! এ কি প্রমদার ছায়া!
শান্তা।          যেন শরতের মেঘখানি ভেসে,
                 চাঁদের সভাতে দাঁড়ায়েছ এসে,
                 এখনি মিলাবে ম্লান হাসি হেসে—
                 কাঁদিয়া পড়িবে ঝরি।
পুরুষগণ।     জাগিছে পূর্ণিমা পূর্ণ নীলাম্বরে,
                 কাননে চামেলি ফুটে থরে থরে,
                 হাসিটি কখন ফুটিবে অধরে
                 রয়েছি তিয়াষ ধর

অমর।         এ কি স্বপ্ন! এ কি মায়া!
                 এ কি প্রমদা! এ কি প্রমদার ছায়া॥

গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:

গ্রহস্বর- গা।

লয়- মধ্য।