বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
এ ভাঙা সুখের মাঝে নয়নজলে
পাঠ ও পাঠভেদ: গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর মায়ার খেলা 
অমর।    এ ভাঙা সুখের মাঝে নয়নজলে
                   এ মলিন মালা কে লইবে।
            ম্লান আলো ম্লান আশা হৃদয়তলে,
                   এ চির বিষাদ কে বহিবে।
            সুখনিশি অবসান— গেছে হাসি, গেছে গান,
                   এখন এ ভাঙা প্রাণ লইয়া গলে
                         নীরব নিরাশা কে সহিবে॥

গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:

গ্রহস্বর- সা

লয়- মধ্য।