বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা :  
শিরোনাম: 
এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না।
পাঠ ও পাঠভেদ:
সকলে ।   এরা সুখের লাগি চাহে প্রেম, 
প্রেম মেলে না।
প্রথমা ।    শুধু সুখ চলে যায়।
দ্বিতীয়া ।   এমনি মায়ার ছলনা।
তৃতীয়া ।   এরা ভুলে যায়, কারে ছেড়ে কারে চায়।
সকলে ।    তাই কেঁদে কাটে নিশি, তাই দহে প্রাণ,
                      
তাই মান অভিমান।
প্রথমা ।     তাই এত হায়-হায়।
দ্বিতীয়া ।    প্রেমে সুখ দুখ ভুলে তবে সুখ পায়।
সকলে ।    সখী, চলো, গেল নিশি, স্বপন ফুরালো,
                      
মিছে আর কেন বলো।
প্রথমা ।     শশী ঘুমের কুহক নিয়ে গেল অস্তাচল।
সকলে ।           সখী, চলো।
প্রথমা ।    প্রেমের কাহিনী গান   হয়ে গেল অবসান।
দ্বিতীয়া ।   এখন কেহ হাসে, কেহ বসে ফেলে অশ্রুজল॥ 
পাণ্ডুলিপির পাঠ
পাঠভেদ
ক. রচনাকাল ও স্থান
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। মায়ার খেলা। সপ্তম দৃশ্য। মায়াকুমারীগণ গান। পৃষ্ঠা: ১৫১][নমুনা]
গীতবিতান
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। মায়ার খেলা। সপ্তম দৃশ্য। কানন। মায়াকুমারীগণ গান।
মায়ার খেলা (অগ্রহায়ণ ১২৯৫ বঙ্গাব্দ)। সপ্তম দৃশ্য। কানন। মায়াকুমারীগণ গান।
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১৩০০)।
রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী, ১৩১১)।
মায়ার খেলা (বিশ্বভারতী ১৩৯৬)। বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী (প্রথম খণ্ড, পৃষ্ঠা: ২৫৭)
স্বরবিতান অষ্টচত্বারিংশ, মায়ার খেলা (বিশ্বভারতী আষাঢ় ১৪১৩)। বাণী অংশ : পৃষ্ঠা ৩২। স্বরলিপি অংশ: পৃষ্ঠা ১৪৬-১৪৮।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
ইন্দিরাদেবী চৌধুরানী। [স্বরবিতান ৪৮, মায়ার খেলা (বিশ্বভারতী আষাঢ় ১৪১৩)]।
রাগ ও তাল:
স্বরবিতান অষ্টচত্বারিংশ খণ্ডের (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
- রাগ: বিভাস। অঙ্গ: কীর্তন। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩৮]।
- রাগ: বিভাস (বাংলা)। তাল: দাদরা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭১]
গ্রহস্বর- পা।
লয়- মধ্য।