বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম: এতদিন
বুঝি নাই, বুঝেছি ধীরে
পাঠ ও পাঠভেদ:
এতদিন বুঝি নাই, বুঝেছি ধীরে-
ভালো যারে বাস তারে আনিব ফিরে।
হৃদয়ে হৃদয় বাঁধা, দেখিতে না পায় আধা-
নয়ন রয়েছে ঢাকা নয়ননীরে॥
পাণ্ডুলিপি: পাণ্ডুলিপি নাই।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: অগ্রহায়ণ ১২৯৫ বঙ্গাব্দ (১৮৮৮ খ্রিষ্টাব্দ)
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি
গ্রন্থ: