বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: এতদিন বুঝি নাই, বুঝেছি ধীরে
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: মায়ারখেলা।
এতদিন বুঝি নাই, বুঝেছি ধীরে-
ভালো যারে বাস তারে আনিব
ফিরে।
হৃদয়ে হৃদয় বাঁধা, দেখিতে না পায় আধা-
নয়ন রয়েছে ঢাকা নয়ননীরে॥
-
পাণ্ডুলিপি: পাণ্ডুলিপি নাই।
- তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: রবীন্দ্রনাথ ১২৯৪ বঙ্গাব্দের শেষের দিকে 'মায়ারখেলা' গীতিনাট্য' রচনা শুরু করে শেষ করেছিলেন ১২৯৫ বঙ্গাব্দে। ১২৯৫ বঙ্গাব্দের ১৫ পৌষ তারিখে 'মায়ারখেলা' 'সখিসমিতি'র উদ্যোগে বেথুন স্কুলে অভিনীত হয়। 'মায়ার খেলা'র এই আদিরূপে এই গানটি ছিল। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৭ বৎসর ৮ মাস।
-
খ. প্রকাশ ও
গ্রন্থভুক্তি
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। মায়ার খেলা। সপ্তম দৃশ্য। অশোকের গান। পৃষ্ঠা: ১৫০]
[নমুনা]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড (প্রথম সংস্করণ)
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮], মায়ার খেলা প্রথম সংস্করণ (১২৯৫
বঙ্গাব্দ)] থেকে গৃহীত হয়েছিল। সপ্তম
দৃশ্য। অশোকের গান। গৌর সারং-যৎ। পৃষ্ঠা: ৭৭।
[নমুনা]
- অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। মায়ারখেলা । সপ্তম দৃশ্য। অশোকের গান। পৃষ্ঠা: ৬৮০
-
মায়ার খেলা
(গীতিনাট্য)
-
প্রথম সংস্করণ
[অগ্রহায়ণ ১২৯৫] সপ্তম দৃশ্য।
গৌড় সারং যৎ। অশোকের গান। পৃষ্ঠা: ৫৮।
[নমুনা]
- রবীন্দ্ররচনাবলী
প্রথম খণ্ড (বিশ্বভারতী), জ্যৈষ্ঠ ১৩৯৬] মায়ার খেলা। সপ্তম দৃশ্য।
সখীগণের গান । পৃষ্ঠা:
২৫৫।
- গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
- সুর ও
তাল:
-
সুরাঙ্গ:
-
গ্রহস্বর: