বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম: এতদিন
বুঝি নাই, বুঝেছি ধীরে

পাঠ ও পাঠভেদ:

এতদিন বুঝি নাই, বুঝেছি ধীরে-
     ভালো যারে বাস তারে আনিব ফিরে।
হৃদয়ে হৃদয় বাঁধা, দেখিতে না পায় আধা-
     নয়ন রয়েছে ঢাকা নয়ননীরে॥