বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: যদি কেহ নাহি চায় আমি লইব
পাঠ ও পাঠভেদ:
শান্তা।    যদি কেহ নাহি চায় আমি লইব,,
           তোমার সকল দুখ আমি সহিব।
           আমার হৃদয় মন সব দিব বিসর্জন,
           তোমার হৃদয়ভার আমি বহিব।
           ভুল-ভাঙা দিবালোকে চাহিব তোমার চোখে

           প্রশান্ত সুখের কথা আমি কহিব॥

গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:

গ্রহস্বর- সা

লয়- মধ্য।