বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা :  
শিরোনাম: 
মোরা জলে স্থলে কত ছলে মায়াজাল গাঁথি।
পাঠ ও পাঠভেদ:
সকলে।   মোরা জলে স্থলে কত ছলে 
মায়াজাল গাঁথি।
প্রথমা।    মোরা স্বপন রচনা করি অলস নয়ন ভরি।
দ্বিতীয়া।   গোপনে হৃদয়ে পশি কুহক-আসন পাতি।
তৃতীয়া।   মোরা মদিরতরঙ্গ তুলি বসন্তসমীরে।
প্রথমা।    দুরাশা জাগায় প্রাণে প্রাণে,
             
আধো-তানে ভাঙা-গানে,
             
ভ্রমরগুঞ্জরাকুল বকুলের পাঁতি!
সকলে।   মোরা মায়াজাল গাঁথি।
দ্বিতীয়া।   নরনারী-হিয়া মোরা বাঁধি মায়াপাশে।
তৃতীয়া।   কত ভুল করে তারা,কত কাঁদে হাসে।
প্রথমা।    মায়া করে ছায়া ফেলি মিলনের মাঝে,
             আনি মান-অভিমান।
দ্বিতীয়া।   বিরহী স্বপনে পায় মিলনের সাথি।
সকলে।   মোরা মায়াজাল গাঁথি।
প্রথমা।    চলো 
সখী, চলো।
             
কুহকস্বপনখেলা খেলাবে চলো।
দ্বিতীয়া ও তৃতীয়া।   নবীন হৃদয়ে 
রচি নব প্রেমছল,
                      
প্রমোদে কাটাব নব বসন্তের রাতি।
সকলে।   মোরা মায়াজাল গাঁথি॥
পাণ্ডুলিপির পাঠ:
	পাঠভেদ:        
	কত ছলে মায়াজাল গাঁথি          
	  :   
					মায়ার খেলা 
	(অগ্রহায়ণ ১২৯৫)
	                                                                    
	গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
	                      কতই 
	ছলে মায়াজাল গাঁথি          :   
				গানের বহি ও বাল্মীকি প্রতিভা 
	(১৩০০) [স্বরবিতান 
	অষ্টচত্বারিংশ, 
	মায়ার খেলা 
	
				
				(বিশ্বভারতী
				আষাঢ় ১৪১৩)]
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
- কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। প্রথম দৃশ্য। কানন। মায়াকুমারীগণের গান। পিলু। পৃষ্ঠা: ১৪০][নমুনা]
- গান
- প্রথম সংস্করণ (১৩১৫ বঙ্গাব্দ, ১৯০৮ খ্রিষ্টাব্দ)। মায়ার খেলা। প্রথম দৃশ্য। কানন। মায়াকুমারীগণের গান। পিলু-একতাল। পৃষ্ঠা: ১০৪-১০৫ [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
গীতবিতান
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)।
- মায়ার খেলা। প্রথম দৃশ্য। কানন। মায়াকুমারীগণের গান।
- পরিশিষ্ট ১। মায়ার খেলা। প্রথম দৃশ্য। কানন। মায়াকুমারীগণের গান।
মায়ার খেলা (ফাল্গুন ১৩৪৪ বঙ্গাব্দ)। প্রথম দৃশ্য। কানন। মায়াকুমারীগণের গান।
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১৩০০)
রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী, ১৩১১)
মায়ার খেলা (বিশ্বভারতী ১৩৯৬)। বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী (প্রথম খণ্ড, পৃষ্ঠা: ২৩১)
স্বরবিতান অষ্টচত্বারিংশ, মায়ার খেলা (বিশ্বভারতী আষাঢ় ১৪১৩)। বাণী অংশ : পৃষ্ঠা ৭। স্বরলিপি অংশ: পৃষ্ঠা ৩৩-৩৬।
পত্রিকা
সাধনা (কার্তিক ১২৯৮)। ইন্দিরাদেবী চৌধুরানী- কৃত স্বরলিপিসহ মুদ্রিত।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: ইন্দিরাদেবী চৌধুরানী [স্বরবিতান ৪৮, মায়ার খেলা (বিশ্বভারতী আষাঢ় ১৪১৩)]
রাগ ও তাল:
স্বরবিতান অষ্টচত্বারিংশ খণ্ডের (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
- রাগ পিলু। তাল: দাদরা [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, জানুয়ারি ১৯৯৩)। পৃষ্ঠা: ৭৪]
- রাগ: পিলু, বারোয়াঁ। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১২৮।
[স্বরলিপি]গ্রহস্বর-রা। লয়-মধ্য।