বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
ওই কে আমায় ফিরে ডাকে। পাঠ ও পাঠভেদ:
অমর । ওই কে আমায় ফিরে ডাকে।
          ফিরে যে এসেছে তারে কে মনে রাখে
          আমি চলে এনু বলে কার বাজে ব্যথা।
          কাহার মনের কথা মনেই থাকে।
          আমি শুধু বুঝি সখী, সরল ভাষা,
          সরল হৃদয় আর সরল ভালোবাসা।
          তোমাদের কত আছে, কত মন প্রাণ,
          আমার হৃদয় নিয়ে ফেলো না বিপাকে।॥

গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:

  • স্বরলিপিকার:

    • ইন্দিরাদেবী চৌধুরানী। [স্বরবিতান ৪৮, মায়ার খেলা (বিশ্বভারতী আষাঢ় ১৪১৩)]

  • রাগ ও তাল:

    • স্বরবিতান অষ্টচত্বারিংশ খণ্ডের (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি মাত্রা ছন্দে কাহারবা তালে নিবদ্ধ

    • রাগ: মিশ্র পূরবী। তাল: কাহারবা [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৪০।]

    • রাগ: পূরবী। তাল: কাহারবা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৭৪]

গ্রহস্বর- সন্‌া।

লয়- মধ্য।