বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
 
শিরোনাম:
ওই কে আমায় ফিরে ডাকে।
পাঠ ও পাঠভেদ:

অমর । ওই কে আমায় ফিরে ডাকে।
          ফিরে যে এসেছে তারে কে মনে রাখে

          আমি চলে এনু বলে কার বাজে ব্যথা।
          কাহার মনের কথা মনেই থাকে।
          আমি শুধু বুঝি সখী, সরল ভাষা,
          সরল হৃদয় আর সরল ভালোবাসা।
          তোমাদের কত আছে, কত মন প্রাণ,
          আমার হৃদয় নিয়ে ফেলো না বিপাকে।॥

গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:

গ্রহস্বর- সন্‌া।

লয়- মধ্য।