বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
 
শিরোনাম:
ওকে বোঝা গেল না চলে আয়, চলে আয়।
পাঠ ও পাঠভেদ:

সখীগণ ।      ওকে বোঝা গেল না চলে আয়, চলে আয়।
                 ও    কী কথা যে বলে সখী, কী চোখে যে চায়।
                        চলে আয়, চলে আয়।
                 লাজ টুটে শেষে মরি লাজে    মিছে কাজে।
                 ধরা দিবে না যে   বলো   কে পারে তায়।
                    আপনি সে জানে তার মন কোথায়!
                           চলে আয়, চলে আয়

গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:

গ্রহস্বর- সা। লয়- মধ্য।