বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
প্রেমের ফাঁদ পাতা ভুবনে

পাঠ ও পাঠভেদ:

মায়াকুমারীগণ।  প্রেম-পাশে ধরা পড়েছে দু-জনে,
                    দেখো দেখো সখী চাহিয়া।
                    দুটি ফুল খসে ভেসে গেল ওই,
                    প্রণয়ের স্রোত বাহিয়া।
                    চাঁদিনী যামিনী, মধু সমীরণ,
                    আধো ঘুমঘোর, আধো জাগরণ,
                    চোখোচোখি হতে ঘটালে প্রমাদ,
                    কুহুস্বরে পিক গাহিয়া,
                    দেখো দেখো সখী চাহিয়া।