বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: প্রভাত হইল নিশি কানন ঘুরে
গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর মায়ার খেলা সখীগণ।   

              প্রভাত হইল নিশি কানন ঘুরে,
              বিরহবিধুর হিয়া মরিল ঝুরে।
              ম্লান শশী অস্তে গেল, ম্লান হাসি মিলাইল―
              কাঁদিয়া উঠিল প্রাণ কাতর সুরে।
প্রমদা।     চল্‌ সখী চল্‌ তবে ঘরেতে ফিরে―
              যাক ভেসে ম্লান আঁখি নয়ননীরে।
              যাক ফেটে শূন্য প্রাণ, হোক্‌ আশা অবসান―
              হৃদয় যাহারে ডাকে থাক্‌ সে দূরে॥

গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:

গ্রহস্বর- সা।

লয়- মধ্য।