বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
সে জন কে, সখী,
বোঝা গেছে
পাঠ ও পাঠভেদ:
প্রথমা সখী । সে জন কে, সখী, বোঝা গেছে
আমাদের সখী যারে মনপ্রাণ সঁপেছে।
দ্বিতীয়া ও তৃতীয়া । ও সে কে, কে, কে!
প্রথমা । ওই-যে তরুতলে বিনোদমালা গলে
না জানি কোন্ ছলে বসে রয়েছে।
দ্বিতীয়া । সখী, কী হবে―
ও কি আসিবে কভু! কথা কবে!
তৃতীয়া । ও কি প্রেম জানে! ও কি বাঁধন মানে!
ও কী মায়াগুনে মন লয়েছে।
দ্বিতীয়া । বিভল আঁখি তুলে আঁখিপানে চায়,
যেন কোন্ পথ ভুলে এল কোথায় ওগো!
তৃতীয়া । যেন কোন্ গানের স্বরে শ্রবণ আছে ভরে,
যেন কোন্ চাঁদের আলোয় মগ্ন হয়েছে॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
গীতবিতানের ৯২৬ পৃষ্ঠায় গানটির ভিন্নরূপ পাওয়া যায়; এক্ষেত্রে বাণী অভিন্ন হলেও কেবল যতি ও বিরাম চিহ্ণে কিছু পার্থক্য রয়েছে। (বিশ্বভারতী আষাঢ় ১৪১৩)]
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। মায়ার খেলা। পঞ্চম দৃশ্য। সখীগণের গান। দেশ। পৃষ্ঠা: ১৪৬] [নমুনা]
গীতবিতান
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)।
- মায়ার খেলা। পঞ্চম দৃশ্য। কানন। সখীগণের গান।
- পরিশিষ্ট ১। মায়ার খেলা। পঞ্চম দৃশ্য। কানন। সখীগণের গান।
মায়ার খেলা (ফাল্গুন ১৩৪৪ বঙ্গাব্দ)। পঞ্চম দৃশ্য। কানন। সখীগণের গান।
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১৩০০)।
রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী, ১৩১১)।
মায়ার খেলা (বিশ্বভারতী ১৩৯৬)। বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী (প্রথম খণ্ড, পৃষ্ঠা: ২৪৬)
স্বরবিতান অষ্টচত্বারিংশ, মায়ার খেলা (বিশ্বভারতী আষাঢ় ১৪১৩)। বাণী অংশ : পৃষ্ঠা ২১-২২। স্বরলিপি অংশ: পৃষ্ঠা ৯৩-৯৬।
পত্রিকা
সঙ্গীত-প্রকাশিকা (জ্যৈষ্ঠ ১৩১২)। স্বরলিপি-সহ মুদ্রিত। স্বরলিপিকার অনুল্লিখিত।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
স্বরলিপিকার অনুল্লিখিত। [সঙ্গীত-প্রকাশিকা (জ্যৈষ্ঠ ১৩১২)]
ইন্দিরাদেবী চৌধুরানী [স্বরবিতান ৪৮, মায়ার খেলা (বিশ্বভারতী আষাঢ় ১৪১৩)]।
রাগ ও তাল:
স্বরবিতান অষ্টচত্বারিংশ খণ্ডের (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
[স্বরলিপি]গ্রহস্বর- রা। লয়- মধ্য।