বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
সেই শান্তিভবন ভুবন কোথা গেল―
পাঠ ও পাঠভেদ:
অমর । সেই শান্তিভবন
ভুবন কোথা গেল―
সেই রবি শশী তারা, সেই শোকশান্ত সন্ধ্যাসমীরণ,
সেই শোভা, সেই ছায়া, সেই স্বপন।
সেই আপন হৃদয়ে আপন বিরাম কোথা গেল,
গৃহহারা হৃদয় লবে কাহার শরণ।
[শান্তার প্রতি]
এসেছি ফিরিয়ে, জেনেছি তোমারে,
এনেছি হৃদয় তব পায়ে―
শীতল স্নেহসুধা করো দান,
দাও প্রেম, দাও শান্তি, দাও নূতন জীবন॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
ক. রচনাকাল ও স্থান: ১২৯৫-৯৬ বঙ্গাব্দের মধ্যকার সময়ে এই গানটি রচিত হয়। এই বিচারে গানটি রবীন্দ্রনাথের ২৭ বৎসর বয়সের রচনা। [সূত্র : গীতবিতান কালানুক্রমিক সূচী। প্রভাতকুমার মুখোপাধ্যায়]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
- গ্রন্থ
- কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। মায়ার খেলা। ষষ্ঠ দৃশ্য। অমরের গান। কাফি। পৃষ্ঠা: ১৪৭-১৪৮] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
গীতবিতান
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। মায়ার খেলা। ষষ্ঠ দৃশ্য। গৃহ। অমরের গান।
মায়ার খেলা (ফাল্গুন ১৩৪৪ বঙ্গাব্দ)। ষষ্ঠ দৃশ্য। গৃহ। অমরের গান।
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১৩০০)।
স্বরলিপি-গীতিমালা (১৩০৪ বঙ্গাব্দ)। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর -কৃত স্বরলিপিসহ মুদ্রিত।
রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী, ১৩১১)।
মায়ার খেলা (বিশ্বভারতী ১৩৯৬)। বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী (প্রথম খণ্ড, পৃষ্ঠা: ২৪৯)
স্বরবিতান অষ্টচত্বারিংশ, মায়ার খেলা (বিশ্বভারতী আষাঢ় ১৪১৩)। বাণী অংশ : পৃষ্ঠা ২৪। স্বরলিপি অংশ: পৃষ্ঠা ১০৫-১০৬।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
ইন্দিরাদেবী চৌধুরানী। [স্বরবিতান ৪৮, মায়ার খেলা (বিশ্বভারতী আষাঢ় ১৪১৩)]
রাগ ও তাল:
স্বরবিতান অষ্টচত্বারিংশ খণ্ডের (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪।৪ মাত্রা ছন্দে কাহারবা তালে নিবদ্ধ।
[স্বরলিপি]গ্রহস্বর- স:। লয়- মধ্য।