বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
 
শিরোনাম:
সেই শান্তিভবন ভুবন কোথা গেল
পাঠ ও পাঠভেদ:

অমর ।     সেই শান্তিভবন ভুবন কোথা গেল
              সেই রবি শশী তারা, সেই শোকশান্ত সন্ধ্যাসমীরণ,
              সেই শোভা, সেই ছায়া, সেই স্বপন।
              সেই আপন হৃদয়ে আপন বিরাম কোথা গেল,
              গৃহহারা হৃদয় লবে কাহার শরণ।
                          [শান্তার প্রতি]

              এসেছি ফিরিয়ে, জেনেছি তোমারে,
                      এনেছি হৃদয় তব পায়ে

              শীতল স্নেহসুধা করো দান,
              দাও প্রেম, দাও শান্তি, দাও নূতন জীবন

গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:

গ্রহস্বর- স:। লয়- মধ্য।