বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
 
শিরোনাম:
সখী, সাধ করে যাহা দিবে তাই লইব।
পাঠ ও পাঠভেদ:

কুমার ।      সখী, সাধ করে যাহা দিবে তাই লইব।
সখীগণ ।    আহা, মরি মরি, সাধের ভিখারি,
               তুমি মনে মনে চাহ প্রাণমন।
কুমার ।      দাও যদি ফুল, শিরে তুলে রাখিব।
সখী ।        দেয় যদি কাঁটা?
কুমার ।      তাও সহিব।
সখীগণ ।    আহা, মরি মরি, সাধের ভিখারি,
               তুমি মনে মনে চাহ প্রাণমন।
কুমার ।      যদি একবার চাও, সখী, মধুর নয়ানে
               ওই আঁখি-সুধা-পানে চিরজীবন মাতি রহিব।
সখীগণ ।    যদি কঠিন কটাক্ষ মিলে?
কুমার ।     তাও হৃদয়ে বিঁধায়ে চিরজীবন বহিব।
সখীগণ ।   আহা, মরি মরি, সাধের ভিখারি,
              তুমি মনে মনে চাহ প্রাণমন

গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:

গ্রহস্বর- পা। লয়- মধ্য।