বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
তবে    সুখে থাকো সুখে থাকো আমি যাই যাই।
পাঠ ও পাঠভেদ:

অমর ।     তবে    সুখে থাকো সুখে থাকো আমি যাই যাই।
প্রমদা ।    সখী, ওরে ডাকো, মিছে খেলায় কাজ নাই।
সখীগণ ।  অধীর হোয়ো না, সখী,
             আশ মেটালে ফেরে না কেহ, আশ রাখিলে ফেরে।
অমর ।    ছিলাম একেলা সেই আপন ভুবনে,

                        এসেছি এ কোথায়।
             হেথাকার পথ জানি নে
ফিরে যাই।
             যদি সেই বিরামভবন ফিরে পাই।
                               প্রস্থান
প্রমদা ।    সখী, ওরে ডাকো ফিরে ।
             মিছে খেলা মিছে হেলা কাজ নাই।
সখীগণ ।  অধীর হোয়ো না, সখী,
             আশ মেটালে ফেরে না কেহ, আশ রাখিলে ফেরে

গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:

গ্রহস্বর- স:। লয়- মধ্য।