বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
তবে সুখে থাকো সুখে থাকো―
আমি যাই―
যাই।
পাঠ ও পাঠভেদ:
অমর । তবে
সুখে থাকো সুখে থাকো―
আমি যাই―
যাই।
প্রমদা । সখী, ওরে ডাকো, মিছে খেলায় কাজ
নাই।
সখীগণ । অধীরা হোয়ো না, সখী,
আশ
মেটালে ফেরে না কেহ, আশ রাখিলে ফেরে।
অমর । ছিলাম একেলা সেই আপন ভুবনে,
এসেছি এ কোথায়।
হেথাকার
পথ জানি নে―
ফিরে যাই।
যদি সেই
বিরামভবন ফিরে পাই।
প্রস্থান
প্রমদা । সখী, ওরে ডাকো ফিরে ।
মিছে
খেলা মিছে হেলা কাজ নাই।
সখীগণ । অধীর হোয়ো না, সখী,
আশ
মেটালে ফেরে না কেহ, আশ রাখিলে ফেরে॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
গীতবিতানের ৯২৭ পৃষ্ঠায় গানটির ভিন্নরূপ পাওয়া যায়; এক্ষেত্রে বাণী অভিন্ন হলেও কেবল যতি ও বিরাম চিহ্ণে কিছু পার্থক্য রয়েছে। (বিশ্বভারতী আষাঢ় ১৪১৩)]
ক. রচনাকাল ও স্থান: ১২৯৫-৯৬ বঙ্গাব্দের মধ্যকার সময়ে এই গানটি রচিত হয়। এই বিচারে গানটি রবীন্দ্রনাথের ২৭ বৎসর বয়সের রচনা। [সূত্র : গীতবিতান কালানুক্রমিক সূচী। প্রভাতকুমার মুখোপাধ্যায়]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
[কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। মায়ার খেলা। পঞ্চম দৃশ্য। অমর, প্রমদা এবং সখীগণের গান। পৃষ্ঠা: ১৪৭] [নমুনা]
গীতবিতান
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)।
- মায়ার খেলা। পঞ্চম দৃশ্য। কানন। অমর, প্রমদা এবং সখীগণের গান।
- পরিশিষ্ট ১। মায়ার খেলা। পঞ্চম দৃশ্য। কানন। অমর, প্রমদা এবং সখীগণের গান।
মায়ার খেলা (ফাল্গুন ১৩৪৪ বঙ্গাব্দ)। পঞ্চম দৃশ্য। কানন। অমর, প্রমদা এবং সখীগণের গান।
মায়ার খেলা (বিশ্বভারতী ১৩৯৬)। বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী (প্রথম খণ্ড, পৃষ্ঠা: ২৪৮)
স্বরবিতান অষ্টচত্বারিংশ, মায়ার খেলা (বিশ্বভারতী আষাঢ় ১৪১৩)। বাণী অংশ : পৃষ্ঠা ২৩। স্বরলিপি অংশ: পৃষ্ঠা ১০৪-১০৫।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
ইন্দিরাদেবী চৌধুরানী। [স্বরবিতান ৪৮, মায়ার খেলা (বিশ্বভারতী আষাঢ় ১৪১৩)]
রাগ ও তাল:
স্বরবিতান অষ্টচত্বারিংশ খণ্ডের (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪।৪ মাত্রা ছন্দে কাহারবা তালে নিবদ্ধ।
[স্বরলিপি]গ্রহস্বর- স:। লয়- মধ্য।