বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
 
শিরোনাম:
তুমি কে গো, সখীরে কেন জানাও বাসনা।
পাঠ ও পাঠভেদ:

সখীগণ ।   তুমি কে গো, সখীরে কেন জানাও বাসনা।
দ্বিতীয়া ।   কে জানিতে চায় তুমি ভালোবাস কি ভালোবাস না।
প্রথমা ।    হাসে চন্দ্র, হাসে সন্ধ্যা, ফুল্ল কুঞ্জকানন,
              হাসে হৃদয়বসন্তে বিকচ যৌবন।
              তুমি কেন ফেল শ্বাস, তুমি কেন হাস না।
সকলে ।   এসেছ কি ভেঙে দিতে খেলা

              সখীতে সখীতে এই হৃদয়ের মেলা

দ্বিতীয়া ।   আপন দুঃখ আপন ছায়া লয়ে যাও।
প্রথমা ।    জীবনের আনন্দপথ ছেড়ে দাঁড়াও।
তৃতীয়া ।   দূর হতে করো পূজা হৃদয়কমল-আসনা

 পাণ্ডুলিপির পাঠ:

গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:

গ্রহস্বর- মা। লয়- মধ্য।