বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
 
শিরোনাম:
ভালোবেসে দুখ সে-ও সুখ, সুখ নাহি আপনাতে।
পাঠ ও পাঠভেদ:

অশোক।               ভালোবেসে দুখ সেও সুখ, সুখ নাহি আপনাতে।
প্রমদা ও সখীগণ।    না না না, সখা, ভুলি নে ছলনাতে।
কুমার।                 মন দাও দাও, দাও সখী, দাও পরের হাতে।
প্রমদা ও সখীগণ।    না না না, সখা, মোরা ভুলি নে ছলনাতে।
অশোক।               সুখের শিশির নিমেষে শুকায়, সুখ চেয়ে দুখ ভালো
                          আনো, সজল বিমল প্রেম ছল ছল নলিননয়নপাতে।
প্রমদা ও সখীগণ।    না না না, সখা, মোরা ভুলি নে ছলনাতে।
কুমার।                 রবির কিরণে ফুটিয়া নলিনী আপনি টুটিয়া যায়,
                          সুখ পায় তায় সে।
                          চির-কলিকাজনম কে করে বহন চিরশিশির রাতে।
প্রমদা ও সখীগণ।    না না না, সখা, মোরা ভুলি নে ছলনাতে॥

গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:

গ্রহস্বর- গা। লয়- মধ্য।