বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
এই পেটিকা আমার বুকের পাঁজর যে
রে―
পাঠ ও পাঠভেদ:
বজ্রসেন। এই
পেটিকা আমার বুকের পাঁজর যে রে―
শ্যামা নৃত্যনাট্য (১৩৪৬)।
প্রথম দৃশ্য।
বজ্রসেনের গান। শ্যামা
(বিশ্বভারতী
১৩৯৫)।
বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী (পঞ্চবিংশ খণ্ড,
পৃষ্ঠা: ১৮৮)
স্বরবিতান ঊনবিংশ (নৃত্যনাট্য শ্যামা, ১৯) খণ্ডের (বিশ্বভারতী
শ্রাবণ ১৪১৬)।
বাণী অংশ :
পৃষ্ঠা
৮।
স্বরলিপি অংশ:
পৃষ্ঠা
৩৪।
পত্রিকা
সঙ্গীত বিজ্ঞান-প্রবেশিকা,
নৃত্যনাট্য পরিশোধ
(১৩৪৩-১৩৪৪ বঙ্গাব্দ)।
শান্তিদেব ঘোষ -কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
সাবধান! সাবধান! তুমি ছুঁয়ো না, ছুঁয়ো না এরে।
তোমার মরণ নাহয় আমার মরণ
যমের দিব্য কর যদি এরে হরণ―
ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না॥
RBVBMS 159
[নমুনা]
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
শান্তিদেব ঘোষ [সঙ্গীত বিজ্ঞান-প্রবেশিকা, নৃত্যনাট্য পরিশোধ (১৩৪৩-১৩৪৪ বঙ্গাব্দ)]।
সুশীলকুমার ভঞ্জ চৌধুরী [স্বরবিতান ঊনবিংশ (নৃত্যনাট্য শ্যামা, ১৯) (বিশ্বভারতী শ্রাবণ ১৪১৬)]।
রাগ ও তাল:
স্বরবিতান ঊনবিংশ (নৃত্যনাট্য শ্যামা, ১৯) খণ্ডে (বিশ্বভারতী শ্রাবণ ১৪১৬) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
- অঙ্গ: কীর্তন। তাল: দাদরা [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৩৬]
- রাগ: কীর্তন। তাল: দাদরা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৬৮।]
[স্বরলিপি]গ্রহস্বর- গা। লয়-মধ্য।