নেপথ্যে । হায় এ কী সমাপন!
অমৃতপাত্র ভাঙিলি, করিলি মৃত্যুরে সমর্পণ;
এ দুর্লভ প্রেম মূল্য হারালো
কলঙ্কে , অসম্মানে॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৯ ভাদ্র ১৩২১ বঙ্গাব্দ (৫ সেপ্টেম্বর ১৯১৪) সুরুল।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)
শ্যামা। চতুর্থ দৃশ্য, নেপথ্যে গীত।
পরিশিষ্ট ২। পরিশোধ নাট্যগীতি। দৃশ্য ৩। নেপথ্যে গীত।
শ্যামা নৃত্যনাট্য (১৩৪৬)। চতুর্থ দৃশ্য, নেপথ্যে গীত।
শ্যামা
(বিশ্বভারতী ১৩৯৫)।
রবীন্দ্ররচনাবলী (পঞ্চবিংশ খণ্ড, পৃষ্ঠা: ২০২)
পরিশোধ
তৃতীয় দৃশ্য, বজ্রসেন ও শ্যামা তরণীতে, নেপথ্যে গীত।
রবীন্দ্ররচনাবলী পঞ্চবিংশ খণ্ড, বিশ্বভারতী, মাঘ ১৩৯৫ বঙ্গাব্দ, পৃষ্ঠা ২১৬
স্বরবিতান ঊনবিংশ (নৃত্যনাট্য শ্যামা, ১৯) খণ্ডের (বিশ্বভারতী শ্রাবণ ১৪১৬)। বাণী অংশ : পৃষ্ঠা ২৪। স্বরলিপি অংশ: পৃষ্ঠা ৯০-৯১।
স্বরবিতান ৬৫ (পরিশোধ নাট্যগীতি) খণ্ডের (বিশ্বভারতী আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ)। বাণী অংশ : ১৬। স্বরলিপি অংশ: ৫৩।
পত্রিকা:
সঙ্গীত বিজ্ঞান-প্রবেশিকা, নৃত্যনাট্য পরিশোধ (১৩৪৩-১৩৪৪ বঙ্গাব্দ)। শান্তিদেব ঘোষ -কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম:
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
ভাঙা গান: এটি একটি ভাঙা গান। ইন্দিরাদেবী চৌধুরানী তাঁর রবীন্দ্রসংগীতের ত্রিবেণীসংগম গ্রন্থে, এই গানটিকে ভাঙাগান হিসেবে উল্লেখ করেছেন। মূল গানটি হলো'হাল মে রবে রবা [বেহাগ-খাম্বাজ। ত্রিতাল।]
স্বরলিপি: [স্বরলিপি]
স্বরলিপিকার:
শান্তিদেব ঘোষ [সঙ্গীত বিজ্ঞান-প্রবেশিকা, নৃত্যনাট্য পরিশোধ (১৩৪৩-১৩৪৪ বঙ্গাব্দ)]।
সুশীলকুমার ভঞ্জ চৌধুরী [স্বরবিতান ঊনবিংশ (নৃত্যনাট্য শ্যামা, ১৯) (বিশ্বভারতী শ্রাবণ ১৪১৬)]।
সুর ও তাল:
স্বরবিতান ৬৫ (পরিশোধ নাট্যগীতি) খণ্ডের (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ) স্বরলিপির শিরোদেশে উল্লেখ করা আছে যে এটি বিলম্বিতলয়ে গেয়।
স্বরবিতান ঊনবিংশ (নৃত্যনাট্য শ্যামা, ১৯) (বিশ্বভারতী শ্রাবণ ১৪১৬) এবং স্বরবিতান ৬৫ (পরিশোধ নাট্যগীতি) (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ) খণ্ডে গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উভয় খণ্ডে স্বরলিপিটি ৪।৪ মাত্রা ছন্দে কাহারবা তালে নিবদ্ধ।
রাগ : ভৈরবী। তাল : কাহারবা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮৩।
রাগ: ভৈরবী। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৪৪।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর:
ণ্। [স্বরবিতান ঊনবিংশ (নৃত্যনাট্য শ্যামা, ১৯) খণ্ড (বিশ্বভারতী শ্রাবণ ১৪১৬)]
রা। [স্বরবিতান ৬৫ (পরিশোধ নাট্যগীতি) খণ্ড (বিশ্বভারতী আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ)]
লয়:
মধ্য। [স্বরবিতান ঊনবিংশ (নৃত্যনাট্য শ্যামা, ১৯) খণ্ড (বিশ্বভারতী শ্রাবণ ১৪১৬)]
বিলম্বিত। [স্বরবিতান ৬৫ (পরিশোধ নাট্যগীতি) খণ্ড (বিশ্বভারতী আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ)]