বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
তুমি ইন্দ্রমণির হার
পাঠ ও পাঠভেদ:
বন্ধু । তুমি ইন্দ্রমণির হার
এনেছ সুবর্ণ দ্বীপ থেকে।
তোমার ইন্দ্রমণির হার―
রাজমহিষীর কানে যে তার খবর
দিয়েছে কে।
দাও আমায়, রাজবাড়িতে দেব
বেচে
ইন্দ্রমণির হার―
চিরদিনের মতো তুমি যাবে বেঁচে॥
পাণ্ডুলিপির পাঠ: RBVBMS 159 [নমুনা]
পাঠভেদ:
ক. রচনাকাল ও স্থান: গানটি রবীন্দ্রনাথের ৫৬ বৎসর ১১ মাস বয়সে প্রথম প্রকাশিত হয়েছিল।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
গীতবিতান
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। শ্যামা। প্রথম দৃশ্য। বজ্রসেনের বন্ধুর গান।
শ্যামা নৃত্যনাট্য (১৩৪৬)। প্রথম দৃশ্য। বজ্রসেনের বন্ধুর গান।
শ্যামা (বিশ্বভারতী ১৩৯৫)। বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী (পঞ্চবিংশ খণ্ড, পৃষ্ঠা: ১৮৭)
স্বরবিতান ঊনবিংশ (নৃত্যনাট্য শ্যামা, ১৯) খণ্ডের (বিশ্বভারতী শ্রাবণ ১৪১৬)। বাণী অংশ : পৃষ্ঠা ৭। স্বরলিপি অংশ: পৃষ্ঠা ২৯-৩০।
পত্রিকা
সঙ্গীত বিজ্ঞান-প্রবেশিকা, নৃত্যনাট্য পরিশোধ (১৩৪৩-১৩৪৪ বঙ্গাব্দ)। শান্তিদেব ঘোষ -কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
শান্তিদেব ঘোষ [সঙ্গীত বিজ্ঞান-প্রবেশিকা, নৃত্যনাট্য পরিশোধ (১৩৪৩-১৩৪৪ বঙ্গাব্দ)]।
সুশীলকুমার ভঞ্জ চৌধুরী [স্বরবিতান ঊনবিংশ (নৃত্যনাট্য শ্যামা, ১৯) (বিশ্বভারতী শ্রাবণ ১৪১৬)]।
রাগ ও তাল:
স্বরবিতান ঊনবিংশ (নৃত্যনাট্য শ্যামা, ১৯) খণ্ডে (বিশ্বভারতী শ্রাবণ ১৪১৬) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
[স্বরলিপি]গ্রহস্বর- পা। লয়-দ্রুত।