বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
হে ভারত, আজি তোমারি সভায়
পাঠ ও পাঠভেদ:

হে ভারত, আজি তোমারি সভায়           শুন এ কবির গান।

তোমার চরণে নবীন হরষে      এনেছি পূজার দান।

এনেছি মোদের দেহের শকতি,    এনেছি মোদের মনের ভকতি,

এনেছি মোদের ধর্মের মতি,    এনেছি মোদের প্রাণ-

এনেছি মোদের শ্রেষ্ঠ অর্ঘ্য      তোমারে করিতে দান

 

কাঞ্চনথালি নাহি আমাদের,    অন্ন নাহিকো জুটে।

যা আছে মোদের এনেছি সাজায়ে          নবীন পর্ণপুটে।

সমারোহে আজ নাই প্রয়োজন- দীনের এ পূজা, দীন আয়োজন-

চিরদারিদ্র্য করিব মোচন   চরণের ধুলা লুটে।

সুরদুর্লভ তোমার প্রসাদ  লইব পূর্ণপুটে

 

রাজা তুমি নহ, হে মহাতাপস,    তুমিই প্রাণের প্রিয়।

ভিক্ষাভূষন ফেলিয়া পরিব   তোমারি উত্তরীয়।

দৈন্যের মাঝে আছে তব ধন,  মৌনের মাঝে রয়েছে গোপন

তোমার মন্ত্র অগ্নিবচন- তাই আমাদের দিয়ো।

পরের সজ্জা ফেলিয়া পরিব    তোমারি উত্তরীয়।

 

দাও আমাদের অভয়মন্ত্র,       অশোকমন্ত্র তব।

দাও আমাদের অমৃতমন্ত্র,       দাও গো জীবন নব।

যে জীবন ছিল তব তপোবনে,    যে জীবন ছিল তব রাজাসনে,

মুক্ত দীপ্ত সে মহাজীবনে  চিত্ত ভরিয়া লব।

মৃত্যুতরণ শঙ্কাহরণ  দাও সে মন্ত্র তব