বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম: নব বৎসরে করিলাম পণ 
পাঠ ও পাঠভেদ:

নব বৎসরে করিলাম পণ        লব স্বদেশের দীক্ষা-

তব আশ্রমে তোমার চরণে,     হে ভারত, লব শিক্ষা।

পরের ভূষণ, পরের বসন,    তেয়াগিব আজ পরের অশন-

যদি হই দীন হইব হীন,        ছাড়িব পরের ভিক্ষা।

নব বৎসরে করিলাম পণ        লব স্বদেশের দীক্ষা

 

না থাকে প্রাসাদ আছে তো কুটির   কল্যাণে সুপবিত্র।

না থাকে নগর আছে তব বন    ফলে ফুলে সুবিচিত্র।

তোমা হতে যত দূরে গেছি স’রে  তোমারে দেখেছি তত ছোটো ক’রে।

কাছে দেখি আজ, হে হৃদয়রাজ, তুমি পুরাতন মিত্র।

হে তাপস, তব পর্ণকুঠির   কল্যাণে সুপবিত্র।

 

পরের বাক্যে তব পর হয়ে   দিয়েছি পেয়েছি লজ্জা।

তোমারে ভুলিতে ফিরায়েছি মুখ,   পরেছি পরের সজ্জা।

কিছু নাহি গণি, কিছু নাহি কহি,  জপিছ মন্ত্র অন্তরে রহি-

তব সনাতন ধ্যানের আসন মোদের অস্থিমজ্জা।

পরের বুলিতে তোমারে ভুলিতে   দিয়েছি পেয়েছি লজ্জ

 

সে-সকল লাজ তেয়াগিব আজ,  লইব তোমার দীক্ষা।

তব পদতলে বসিয়া বিরলে    শিখিব তোমার শিক্ষা।

তোমার ধর্ম, তোমার কর্ম,   তব মন্ত্রের গভীর মর্ম

লইব তুলিয়া সকল ভুলিয়া   ছাড়িয়া পরের ভিক্ষা।

তব গৌরবে গরব মানিব,     লইব তোমার দীক্ষা

ক. গীতবিতানের জাতীয় সংগীত পর্যায়ের ১৪ সংখ্যক গান

  স্বরলিপি নাই।