বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
তবু পারি নে সঁপিতে প্রাণ।
পাঠ ও পাঠভেদ:
তবু পারি নে সঁপিতে প্রাণ।
পলে পলে মরি সেও ভালো, সহি পদে পদে অপমান॥
কথার বাঁধুনি, কাঁদুনির পালা- চোখে নাহি কারো নীর।
আবেদন আর নিবেদনের থালা ব’হে ব’হে নত শির।
কাঁদিয়ে সোহাগ, ছি ছি একি লাজ! জগতের মাঝে ভিখারির সাজ-
আপনি করি নে আপনার কাজ, পরের ’পরে অভিমান॥
আপনি নামাও কলঙ্কপশরা, যেয়ো না পরের দ্বার-
পরের পায়ে ধ’রে মান ভিক্ষা করা সকল ভিক্ষার ছার॥
‘দাও দাও’ ব’লে পরের পিছু পিছু কাঁদিয়া বেড়ালে মেলে না তো কিছু-
মান পেতে চাও, প্রাণ পেতে চাও, প্রাণ আগে করো দান॥
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ, দশম খণ্ড, (ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ), জাতীয় সঙ্গীত। পৃষ্ঠা: ১৫৬-১৫৭। [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। গান। সিন্ধু। পৃষ্ঠা: ৪৪৫] [নমুনা]
গীতবিতানের জাতীয় সংগীত পর্যায়ের নবম গান।
স্বরবিতান সপ্তচত্বারিংশ (৪৭) খণ্ডের ২০ সংখ্যক গান। পৃষ্ঠা ৭৪-৭৬।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
সুর ও তাল: