বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
বাজে
রে বাজে ডমরু বাজে
পাঠ ও পাঠভেদ:
বাজে রে বাজে ডমরু বাজে হৃদয়মাঝে, হদয়মাঝে।
নাচে রে নাচে চরণ নাচে প্রাণের কাছে, প্রাণের কাছে।
প্রহর জাগে, প্রহরী জাগে- তারায় তারায় কাঁপন লাগে।
মরমে মরমে বেদনা ফুটে- বাঁধন টুটে, বাঁধন টুটে॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: মুক্তধারা নাটকের জন্য রবীন্দ্রনাথ- 'বাজে বাজে রম্যবীণা বাজে' আদলে এই গানটি রচনা করেছিলেন। প্রবাসী পত্রিকায় এবং স্বতন্ত্র গ্রন্থ হিসাবে মুক্তধারা প্রকাশিত হয়েছিল ১৩২৯ বঙ্গাব্দের বৈশাখ মাসে। এই বিচারে ধারণা করা যায়- গানটি এই সময়ের কিছু পূর্বে রচিত হয়েছিল। এই সূত্রে বলা যায়- গানটি রবীন্দ্রনাথের ৪৯ বৎসরের রচনা।
গ্রন্থ:
গীতবিতানের নাট্যগীতি (মুক্তধারা) পর্যায়ের ১০২ সংখ্যক গান।
মুক্তধারা (বৈশাখ ১৩২৯ বঙ্গাব্দ)। ধনঞ্জয়ের গান। রবীন্দ্ররচনাবলী চতুর্দশ খণ্ড (বিশ্বভারতী, শ্রাবণ ১৩৯২ : ১৯০৭ শক)। পৃষ্ঠা : ২৩৮-২৩৯।
স্বরবিতান দ্বিপঞ্চাশত্তম (৫২) খণ্ডের ২৬ সংখ্যক গান। পৃষ্ঠা : ৬২।
পত্রিকা:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার।
সুর ও তাল:
স্বরবিতান-২৬-এ গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিতে ছন্দোবিভাজন দেখানো হয়েছে, ৩।২।২ ছন্দ ; প্রথম মাত্রায় কোন ফাঁক ব্যবহার করা হয় নাই। অর্থাৎ গানটি 'তেওরা' তালে নিবদ্ধ।
গ্রহস্বর-সা।
লয়: দ্রুত।