বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমার মন চেয়ে রয়
পাঠ ও পাঠভেদ:
আমার মনের বাঁধন ঘুচে যাবে যদি ও ভাই রে,
থাক্ বাইরে বাঁধন তবে নিরবধি।
যদি সাগর যাবার হুকুম থাকে
থাক্ তটের বাঁধন বাঁকে বাঁকে,
তবে বাঁধে বাঁধে গান গাবে নদী ভাই রে॥
পাণ্ডুলিপির পাঠ: Ms.162।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। নাট্যগীতি পর্যায়ের ১০৩ সংখ্যক গান।
পত্রিকা:
বিশ্বভারতী পত্রিকা (শ্রাবণ ও আশ্বিন ১৩৬৫)
রাগ: কাফি (স্বরলিপি নেই)। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৩০]
রাগ: কাফ (স্বরলিপি নেই)। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫৮।]