॥শেষ ফলনের ফসল এবার
কেটে লও, বাঁধো আঁটি।
বাকি যা নয় গো নেবার
মাটিতে হোক তা মাটি
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, চৈত্র ১৪১৩), পর্যায়: নাট্যগীতি ১০৭, পৃষ্ঠা: । [নমুনা]
রক্তকরবী
প্রথম সংস্করণ (আশ্বিন ১৩৩১), বিশুর গান।
রবীন্দ্ররচনাবলী পঞ্চদশ খণ্ড (বিশ্বভারতী, ভাদ্র ১৩৯৩), বিশুর গান, পৃষ্ঠা ৩৮৮।
পত্রিকা:
প্রবাসী (আশ্বিন ১৩৩১ বঙ্গাব্দ)।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম:
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি: স্বরলিপি নাই।
স্বরলিপিকার:
সুর ও তাল:
সুর অজ্ঞাত। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৭৯।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর:
লয়: