বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
জয় জয় তাসবংশ-অবতংস!
পাঠ ও পাঠভেদ:
জয় জয় তাসবংশ-অবতংস!
ক্রীড়াসরসীনীরে রাজহংস!
তাম্রকূটঘনধূমবিলাসী! তন্দ্রাতীরনিবাসী!
সব-অবকাশ-ধ্বংস! যমরাজেরই অংশ॥
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতানের নাট্যগীতি (তাসের দেশ) পর্যায়ের ১১৯ সংখ্যক গান।
তাসের দেশ (ভাদ্র ১৩৪০)। দ্বিতীয় দৃশ্য, রাজপুত্রের গান। রবীন্দ্ররচনাবলী ২৩ খণ্ড। পৃষ্ঠা : ১৭১-৭২।
স্বরবিতান দ্বাদশ খণ্ডের (১২, তাসের দেশ) খণ্ডের গান। বাণী অংশ: ২৪। স্বরলিপি অংশ : পৃষ্ঠা ৬৯।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:শান্তিদেব ঘোষ।
সুর ও তাল:
স্বরবিতান-১২'এ গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিতে ছন্দোবিভাজন দেখানো হয়েছে, ৪।৪ ছন্দ ; অর্থাৎ তালটি 'কাহারবা' হিসাবে গণ্য করা যেতে পারে।
গ্রহস্বর-পা। লয়-মধ্য।