বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
তোলন-নামন পিছন-সামন।
পাঠ
ও পাঠভেদ:
তোলন-নামন পিছন-সামন।
বাঁয়ে ডাইনে চাই নে, চাই নে।
বোসন-ওঠন ছড়ান-গুটন॥
উল্টা-পাল্টা ঘূর্ণি চালটা- বাস্! বাস! বাস!
-
পাণ্ডুলিপির
পাঠ:
- পাঠভেদ:
উল্লেখযোগ্য নাই
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
১৩৪৫
বঙ্গাব্দ।
রবীন্দ্রনাথের
৭৭
বৎসর বয়সের
রচনা।
- খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
- গীতবিতানের
নাট্যগীতি
(তাসের দেশ)
পর্যায়ের
১২০
সংখ্যক গান।
-
তাসের দেশ (মাঘ ১৩৪৫)।
দ্বিতীয়
দৃশ্য,
তাসের
দলের গান।
রবীন্দ্ররচনাবলী ২৩ খণ্ড। পৃষ্ঠা : ১৬৮।
-
স্বরবিতান
দ্বাদশ
খণ্ডের
(১২, তাসের দেশ)
খণ্ডের গান।
বাণী অংশ: ১৭।
স্বরলিপি অংশ : পৃষ্ঠা ৬২।
-
গ.সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপি:
- স্বরলিপিকার:
শান্তিদেব ঘোষ।
-
সুর ও তাল:
-
স্বরবিতান-১২'এ
গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।
উক্ত স্বরলিপিটি ৪।৪
মাত্রা
ছন্দে 'কাহারবা'
তালে নিবদ্ধ।
-
রাগ-ইমন।
তাল-কাহারবা।
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস,
ডিসেম্বর
২০০৬],
পৃষ্ঠা: ৫৮ ।
-
রাগ-ইমন।
তাল-কাহারবা।।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই
২০০১, পৃষ্ঠা: ১০১।