বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
আমরা চিত্র অতি বিচিত্র
পাঠ ও পাঠভেদ:
আমরা চিত্র অতি বিচিত্র
অতি বিশুদ্ধ, অতি পবিত্র।
আমাদের যুদ্ধ নহে কেহ ক্রুদ্ধ।
ওই দেখো গোলাম অতিশয় মোলাম।
নাহি কোনো অস্ত্র খাকি-রাঙা বস্ত্র।
নাহি লোভ, নাহি ক্ষোভ।
নাহি লাফ, নাহি ঝাঁপ।
যথারীতি জানি, সেই মতো মানি।
কে তোমার শত্রু, কে তোমার মিত্র।
কে তোমার টক্ক, কে তোমার ফক্কা॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্র পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতান
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। নাট্যগীতি (তাসের দেশ) পর্যায়ের ১২১ সংখ্যক গান।
তাসের দেশ (ভাদ্র ১৩৪০)। দ্বিতীয় দৃশ্য, পঞ্জা ও ছক্কার গান। রবীন্দ্ররচনাবলী ২৩ খণ্ড। পৃষ্ঠা : ১৭১-৭২।
স্বরবিতান দ্বাদশ খণ্ডের (১২, তাসের দেশ) খণ্ডের গান। বাণী অংশ: ২০-২১। স্বরলিপি অংশ : পৃষ্ঠা ৬৩-৬৪।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: তাসের দেশ নামক নাটকের গান। এই নাটকের প্রথম সংস্করণে গৃহীত হয়েছিল। সদাগরের সাথে পঞ্জা ও ছক্কার কথোপকথনের সময়- পঞ্জা ও ছক্কা'র সুরেলা সংলাপ হিসাবে ব্যবহৃত হয়েছে।
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ।
সুর ও তাল:
স্বরবিতান-১২'এ গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪।৪ ছন্দোবিভাজনে 'কাহারবা' তালে নিবদ্ধ।
রাগ: ভূপালী। তাল: কাহারবা । [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ২৮]
রাগ: ইমন, ভূপালি। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫৩।]
গ্রহস্বর: সা।
লয়: মধ্য।