বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম: আমরা চিত্র অতি বিচিত্র

পাঠ ও পাঠভেদ:

                  আমরা চিত্র   অতি বিচিত্র

                   অতি বিশুদ্ধ,          অতি পবিত্র।

            আমাদের যুদ্ধ        নহে কেহ ক্রুদ্ধ।

                   ওই দেখো গোলাম  অতিশয় মোলাম।

            নাহি কোনো অস্ত্র     খাকি-রাঙা বস্ত্র।

                   নাহি লোভ,           নাহি ক্ষোভ।

                   নাহি লাফ,            নাহি ঝাঁপ।

          যথারীতি জানি,      সেই মতো মানি।

          কে তোমার শত্রু,     কে তোমার মিত্র।

          কে তোমার টক্ক,     কে তোমার ফক্কা