বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
চিঁড়েতন হরতন ইস্কাবন
পাঠ ও পাঠভেদ:
চিঁড়েতন হর্তন ইস্কাবন
অতি সনাতন ছন্দে কর্তেছে নর্তন।
কেউ বা ওঠে কেউ পড়ে,
কেউ বা একটু নাহি নড়ে,
কেউ শুয়ে শুয়ে ভুঁয়ে করে কালকর্তন॥
নাহি কহে কথা কিছু-
একটু না হাসে, সামনে যে আসে
চলে তারি পিছু পিছু।
বাঁধা তার পুরাতন চালটা,
নাই কোনো উল্টা-পাল্টা- নাই পরিবর্তন॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
১৩৪০
বঙ্গাব্দ।
রবীন্দ্রনাথের
৭২
বৎসর বয়সের
রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি
গ্রন্থ:
গীতবিতানের নাট্যগীতি (তাসের দেশ) পর্যায়ের ১২২ সংখ্যক গান।
তাসের দেশ (ভাদ্র ১৩৪০)। দ্বিতীয় দৃশ্য, সকলের (তাসের দলের) গান। রবীন্দ্ররচনাবলী ২৩ খণ্ড। পৃষ্ঠা : ১৭৫।
স্বরবিতান দ্বাদশ খণ্ডের (১২, তাসের দেশ) খণ্ডের গান। বাণী অংশ: ২৪। স্বরলিপি অংশ : পৃষ্ঠা ৭০-৭১।
রাগ: ইমন। তাল : কাহারবা [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।] পৃষ্ঠা: ৫০।
রাগ: ইমন, ভূপালী। তাল : কাহারবা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ৯০।