বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
		গান সংখ্যা: 
শিরোনাম: 
      
      চলো  যাই চলো যাই চলো
পাঠ ও পাঠভেদ:
চলো নিয়ম-মতে।
দূরে তাকিয়ো নাকো, ঘাড় বাঁকিয়ো নাকো!
চলো সমান পথে।
‘হেরো অরণ্য ওই, হোথা শৃঙ্খলা কই-
পাগল ঝর্নাগুলো দক্ষিণপর্বতে।’
ও দিক চেয়ো না, চেয়ো না- যেয়ো না, যায়ো না।
চলো সমান পথে॥
পাণ্ডুলিপি RBVBMS_101 (ii)] [নমুনা]
তথ্যানুসন্ধান
		ক. 
			রচনাকাল ও স্থান: 
		১৩৪০
বঙ্গাব্দ।
                         
   রবীন্দ্রনাথের
৭২ 
বৎসর  বয়সের 
রচনা।
গ্রন্থ:
গীতবিতানের নাট্যগীতি (তাসের দেশ) পর্যায়ের ১২৩ সংখ্যক গান।
তাসের দেশ (ভাদ্র ১৩৪০)। দ্বিতীয় দৃশ্য, রাজপুত্র ও তাসের দলের গান। রবীন্দ্ররচনাবলী ২৩ খণ্ড। পৃষ্ঠা : ১৭৪।
স্বরবিতান দ্বাদশ খণ্ডের (১২, তাসের দেশ) খণ্ডের গান। বাণী অংশ: ২৩। স্বরলিপি অংশ : পৃষ্ঠা ৬৭-৬৯।
অঙ্গ: কীর্তন। তাল : দাদরা [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।] পৃষ্ঠা: ৫০।
অঙ্গ: কীর্তন। তাল : দাদরা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ৮৯।