হা-আ-আ-আই।
নাই কাজ নাই।
দিন যায়, দিন যায়।
আয় আয়, আয় আয়।
হাতে কাজ নাই॥
পাণ্ডুলিপির পাঠ: পাণ্ডুলিপি RBVBMS_101 (ii)] [নমুনা]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩৪০ বঙ্গাব্দ। রবীন্দ্রনাথের ৭২ বৎসর বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, কার্তিক ১৪১২), পর্যায়: নাট্যগীতি (তাসের দেশ) ১২৪, পৃষ্ঠা: । [নমুনা]
(ভাদ্র ১৩৪০)। দ্বিতীয় দৃশ্য, তাসের দলের গান।
রবীন্দ্ররচনাবলী ২৩ খণ্ড। পৃষ্ঠা : ১৭০।
স্বরবিতান দ্বাদশ খণ্ডের (১২, তাসের দেশ) খণ্ডের গান। বাণী অংশ: ১৯। স্বরলিপি অংশ : পৃষ্ঠা ৬২-৬৩।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম: রবীন্দ্রনাথের
৭২
বৎসর বয়সে ৪
মাস বয়সে প্রথম প্রকাশিত হয়।
তাসের দেশ নামক নাটকের গান। এই নাটকের
প্রথম
সংস্করণে গৃহীত হয়েছিল।
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি: [স্বরলিপি]
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ।
সুর ও তাল:
স্বরবিতান দ্বাদশ খণ্ডে (বিশ্বভারতী, চৈত্র ১৪১৩) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪।৪ মাত্রা ছন্দে 'কাহারবা' তালে নিবদ্ধ।
রাগ : পূরবী। তাল : কাহারবা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮৩।
রাগ: পূরবী। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৪৪।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: র্ঋা।
লয়: বিলম্বিত।