॥শুনি ওই রুনুঝুনু পায়ে পায়ে নূপুরধ্বনি
চকিত পথে বনে বনে॥
নির্ঝর ঝরো ঝরো ঝরিছে দূরে,
জলতলে বাজে শিলা ঠুনু-ঠুনু-ঠুনু-ঠুনু॥
ঝিল্লিঝঙ্কৃত বেণুবনছায়া পল্লবমর্মরে কাঁপে,
পাপিয়া ডাকে, পুলকিত শিরীষশাখে
দোল দিয়ে যায় দক্ষিণবায় পুন পুন
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: রবীন্দ্রনাথ ১৩৪৬ বঙ্গাব্দে কিছু নতুন গান যুক্ত করার মাধ্যমে ডাকঘর নাটকটির নতুন রূপ দেয়ার চেষ্টা করেন। তবে প্রচলিত ডাকঘর-এ গানগুলো স্থান পায়নি। উল্লিখিত গানটি এ গানগুলোর অন্তর্ভূক্ত। গানগুলোর রচনাকাল ১৭ অগ্রহায়ণ হতে পৌষ-সংক্রান্তি ১৩৪৬ বঙ্গাব্দের মধ্যে রচিত বলে ধারণা করা হয়। এই হিসেবে বলা যায় গানটি রবীন্দ্রনাথের ৭৮ বছর ৭-৮ মাস বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, চৈত্র ১৪১৩), পর্যায়: নাট্যগীতি ১২৯, পৃষ্ঠা:। [নমুনা]
স্বরবিতান ত্রিপঞ্চাশত্তম (৫৩) খণ্ডের ১৬ সংখ্যক গান, পৃষ্ঠা ৪৬-৪৭।
পত্রিকা:
গীতবিতান বার্ষিকী পত্রিকা (১৩৫০ বঙ্গাব্দ)। শৈলজারঞ্জন মজুমদার -কৃত স্বরলিপিসহ মুদ্রিত।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম:
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি: [স্বরলিপি]
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার।
সুর ও তাল:
স্বরবিতান পঞ্চাশত্তম খণ্ডে (জ্যৈষ্ঠ ১৪১৩) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪।৪ মাত্রা ছন্দে 'কাহারবা' তালে নিবদ্ধ।
রাগ : মল্লার। তাল : কাহারবা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৭৮।
রাগ: দরবারি কানাড়া, সাহানা। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৩৬।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ:
গ্রহস্বর: ণ্সা।
লয়: